প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম - কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়
আপনি কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে চাচ্ছেন। বা কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় জেনে নিন! আপনি যদি সোশাল মিডিয়াতে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে চান। তাহলে একটি ফেসবুক পেজ খুলতে হবে। একটি ফেসবুক পেজ খোলার নিয়ম সোজা তার পরেও প্রথম অবস্থায় কেউ একটি ফেসবুক পেজ খুলতে পারেনা
তাই একটি ফেসবুক পেজ খুলতে হলে পুরো পোস্ট মনোযোগ সহকারে পড়ুন!! আজ আমরা জানাব কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় বা কিভাবে একটি প্রফেশনাল বিজনেস ফেসবুক পেজ খুলতে হয়?
ভূমিকা
আমরা আসলে আমাদের ফেসবুকে খুব সহজেই ৫০০ থেকে ১০০০ টি পর্যন্ত বন্ধু বানাতে পারি কিন্তু আপনি কি জানেন তার চেয়েও সহজ ভাবে একটি পেজ খুলে সেখানে বন্ধুদের যোগ করা যায়। এবং ফেসবুকে খুব তাড়াতাড়ি ফলোয়ার বাড়ানো যায়! আপনি আপনার পেজে প্রতিদিন যা আপডেট দিবেন তা খুব সহজেই আপনার বন্ধু সহ পেজের ফলোয়ার গন তা দেখতে পারবে।
বর্তমান অনলাইন জগতে ফেসবুক পেজ খুব বড় একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। ফেসবুক পেজ দ্বারা আমরা আমাদের কাস্টমার পেয়ে থাকি। বর্তমান অনলাইন জগতে সবচেয়ে বড় অনলাইন জগৎ হলো ফেসবুক, ইউটিউব ও ব্লগার ওয়েবসাইট বা চ্যানেল। যেগুলো দ্বারা খুব সহজেই অনকে ভালো একটি বেনিফিট পাওয়া যায়।
কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়
কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। ফেসবুক পেজ খোলার জন্য আগে আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে। যদি আপনার কোন ফেসবুক একাউন্ট না থাকে তাহলে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম হলো আগে একটি ফেসবুক একাউন্ট খুলে নিন। আর যাদের আগে থেকেই ফেসবুক একাউন্ট আছে তারা নিচে থাকা স্টেপগুলো ভালো ভাবে দেখে আপনি নিজে নিজেই একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন।
১ম ধাপঃ Page-এর অপশনে প্রবেশ করুন
প্রথমে আপনি আপনার ফেসবুকে প্রবেশ করুন।
২য় ধাপঃ Create a page option.
ফেসবুক একাউন্ট থেকে page অপশানে ক্লিক করুন!
এর পরে, নিচে +Create New page অপশানে ক্লিক করুন।
৩য় ধাপঃ Add details to page.
ইস্কিনে দেখুন create a page নামে একটি অপশান আসবে। সেখানে আপনি আপনার নিজের ব্যাক্তিগত যেই নতুন নিজের ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তার তথ্য দিতে হবে। যেমনঃ-
প্রথমে ফেসবুক পেজের নাম দিতে হবে।
ক্যাটাগরি দিতে হবে।
bio। (bio অপশনে নিজের বিষয়ে অথবা আপনি যেই বিষয়ে পেজ খুলতে চাচ্ছেন তা লেখতে হবে)।
তার পরে নিচে Create page অপশনে ক্লিক করুন।
৪র্থ ধাপঃ Finish setting up page.
সকল তথ্য দেওয়ার পর আপনাকে অন্যান্য কিছু তথ্য দিতে হবে। যেমন-
Contact details এ আপনার Website, Phone number ও Email id দবতে হবে।
পরে, Location-এ আপনার ঠিকানা দিতে হবে।
শেষে Always open অপশান সিলেক্ট করে Nex এ ক্লিক করুন।
৫ম ধাপঃ Page/Profile Picture.
এবার আপনি আপনার ফেজবুক পেজের জন্য profile picture ও cover photo দিতে হবে।
আপনি চাইলে পরেও প্রোফাইল পিকচার দিতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন।
Profile picture দেওয়ার জন্য আপনাকে add profile picture এ ক্লিক করুন।
তার পরে আপনার ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে ইচ্ছে মতো একটি ছবি সিলেক্ট করুন।
একই নিয়মে আপনি cover photo আপলোড করুন।
৬ষ্ঠ ধাপঃ এবার ফেজবুক পেজ তৈরি হয়ে গেছে
CONGESTION এবার আপনার ফেজবুক পেজ খোলা হয়ে গেছে।
এবার আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনার পেজে লাইক দেওয়ার জন্য আপনার বন্ধুদের Invite করতে পরবেন।
আপনার কোন ইউটিউব চ্যানেল বা ব্লগার একাউন্ট থাকে তাহলে পেজের সাথে লিঙ্ক যুক্ত করতে পারবেন।
ফেজবুক পেজ খোলার পরে কি করবেন?
পেজ তৈরি করার পরে আপনাকে কিছু সেটিংস সেট করতে হবে।
প্রথমে, ওপরে থাকা Add a short description. অপশনে পেজের ভিতরে আপনার নিজের বিষয়ে ৩ থেকে ৪ লাইন মন্তব্য লিখুন। এতে পেজটা অনকে প্রফেশনাল দেখায়। সকলে বুঝতে পারবে এইটা ভালো পেজ।
এবার create post অপশনে গিয়ে পেজে ইন্টারেস্টিং পোস্ট লিখুন তার পরে পোস্ট করুন। এতে, আপনার পেজে ঘুরতে আশা কিন্তু ব্যাক্তি পেজের সাথে জড়িত তথ্য দেখতে পারবে।
আপনার পেজে যতো বেশি লাইক ভিউ হবে ততো বেশি অনলাইন ব্যাবসা সম্পর্কে মানুষ জানতে পারবে। পেজে বেশি লাইক থাকলে ব্লগ ও ইউটিউব ভিডিওত বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠাতে পারবে।
তাই পেজ খোৱার পরে পেজে থাকা Search for friends to invite এ গিয়ে আপনি সকলে আপনার পেজে লাইক করার জন্য invite করুন। এতে আপনার ফেজবুক পেজের লাইক বৃদ্ধি হবে ফলে আপনার অনলাইন ব্যাবসা সম্পর্কে সকলের কাছে খুব তাড়াতাড়ি পৌছে যাবে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক বন্ধুগণ, আশা করি উক্ত পোষ্ট দ্বারা আপনারা জানতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। এতোক্ষণ আমরা আলোচনা করলাম কিভাবে খুব সহজেই একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায়। আশা করি আজকের পর থেকে আপনি নিজে নিজেই আপনার হাতে থাকা কম্পিউটার অথবা স্মাটফোন দ্বারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। যা দ্বারা আপনি আনার ব্যাবসা সম্পর্কে সকল তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারবেন।
তাই উক্ত পোষ্ট দ্বারা যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে একটি কমেন্ট করবেন। এবং একটি শেয়ার দিয়ে আপনি আপনার বন্ধুদের দেখার ও শেখার সুযোগ করে দিবেন।
শামিম বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url